ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজে প্রবেশ করায় আপনাকে অভিনন্দন।

We have 49 guests and no members online

 

 

 

অত্র কলেজটি নওগাঁ সদর থানার পৌরসভার ০৩নং ওয়ার্ডে অবস্থিত। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে মোট ৪৬ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত আছেন। অত্র কলেজে তিনটি ভবন, ১টি (১ তলা), ১টি (দোতলা) ও ১টি (৪ তলা) বিশিষ্ট ভবন রয়েছে। নিরিবিলি জায়গায় মনোরম পরিবেশে নিয়মিত ক্লাস হয়ে থাকে। কলেজটি শহর থেকে ২ কি.মি পশ্চিমে অবস্থিত। কলেজটিতে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাশরুম রয়েছে।

প্রতিষ্ঠার তারিখ ঃ ১৪/০৬/১৯৯৯ খ্রিঃ , উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্বীকৃতি: ২৪/০৭/২০০১ খ্রিঃ (মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য), ১ম এমপিও ভ‚ক্তির তারিখ ১৯/০৫/২০০২, ডিগ্রী পর্যায়ে (বি.এ, বি.এস.এস ও বি.বি.এস) অধিভুক্তি লাভ করে ১৪/০৬/২০০৪ খ্রিঃ তারিখ