We have 187 guests and no members online
কলেজের ইতিহাস
- Details
- Hits: 6142
অত্র কলেজটি নওগাঁ সদর থানার পৌরসভার ০৩নং ওয়ার্ডে অবস্থিত। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে মোট ৪৬ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত আছেন। অত্র কলেজে তিনটি ভবন, ১টি (১ তলা), ১টি (দোতলা) ও ১টি (৪ তলা) বিশিষ্ট ভবন রয়েছে। নিরিবিলি জায়গায় মনোরম পরিবেশে নিয়মিত ক্লাস হয়ে থাকে। কলেজটি শহর থেকে ২ কি.মি পশ্চিমে অবস্থিত। কলেজটিতে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাশরুম রয়েছে।
প্রতিষ্ঠার তারিখ ঃ ১৪/০৬/১৯৯৯ খ্রিঃ , উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্বীকৃতি: ২৪/০৭/২০০১ খ্রিঃ (মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য), ১ম এমপিও ভ‚ক্তির তারিখ ১৯/০৫/২০০২, ডিগ্রী পর্যায়ে (বি.এ, বি.এস.এস ও বি.বি.এস) অধিভুক্তি লাভ করে ১৪/০৬/২০০৪ খ্রিঃ তারিখ